Payment Terms
Payment Terms
Ulanzi-BD সম্পূর্ণ দেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকে। সেক্ষেত্রে কাস্টমারকে প্রোডাক্ট রিসিভ করবার সিকিউরিটি বাবদ ২০০ টাকা এডভান্স পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে। যা পরবর্তীতে কাস্টমারের টোটাল বিলিং এমাউন্ট থেকে বাদ দিয়ে দেয়া হয়ে থাকে। Ulanzi-BD ক্রেতার থেকে সিকিউরিটি বাবদ এক্সট্রা কোনো টাকা গ্রহণ করে না।
কিন্তু সিকিউরিটি মানি দেয়ার পরে ক্রেতা যদি পণ্যটি রিসিভ না করে অথবা রিসিভ করতে ব্যর্থ হয়, অথবা পণ্যটি যদি Ulanzi-BD এর অফিসে আবার ফেরত আসে, তবে কাস্টমার এই সিকিউরিটি মানি ফেরত পাবেন না।
Ulanzi-BD বিকাশের মার্চেন্ট একাউন্টের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করে থাকে।
কাস্টমার চাইলে সম্পূর্ণ টাকা অগ্রিম পেমেন্ট করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন বিকাশ পেমেন্ট এর মাধ্যমে। সেক্ষেত্রে প্রোডাক্ট রিসিভের সময় কাস্টমারকে কোনো পেমেন্টের ঝামেলায় জড়াতে হবে না।
Ulanzi-bd এর কোনো ফিজিক্যাল শপ নেই। তবে কাস্টমার চাইলে Ulanzi-BD এর অফিসে এসে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে ক্রেতা ক্যাশ পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, অথবা সরাসরি ব্যাক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ক্রেতার কোনো ধরনের ভুলের জন্য পেমেন্ট এ কোনো ঝামেলা হলে সেক্ষেত্রে Ulanzi-BD দায়ভার বহন করবে না।